মন খারাপের দিনে কেন আসো বারংবার?
আমি নীরবে বিরতিহীন ভাবে কাঁদতে চাই,
অযথা এসে তুমি স্বপ্ন দেখাতে চাও আবার।
আমি কি বলেছি তোমাকে আবার ফিরে আসতে?
অপূর্ণতায় ভুলে গেছি আমি না পাওয়ার সব বেদনা,
অগাধ বিরহ কিঞ্চিৎ প্রেমকে পারে না কভু জানতে।
অনেক কিছু বলেছিলে সেদিন ঐ বকুল তলে বসে।
তোমার বার্তা শুনে সবুজ রঙে সেজেছিলো পাতা,
মনে করে সে স্মৃতি দুচোখ শুধুই নোনা জলে ভাসে।
তোমাকে ভুলে থাকাটা আমার অভ্যাসেরি অংশ।
তোমার আসা-তোমার যাওয়া চির সমুজ্জ্বল,
কোন অভিযোগ নেই আমার নাহয় হলাম আমি ধ্বংস।
তুমি সুন্দর, তুমি চির ভাস্কর, তুমি গৌরবের বাহক।
আমি ক্ষত-বিক্ষত নগণ্য এক দিকভ্রান্ত পথিকবর,
তোমার সান্নিধ্য মনে করিয়ে দেয় আমি শূণ্যতার ধারক।
সুখ-দুঃখের মাঝামাঝি বলে পৃথিবীতে কোন শব্দ নেই।
হয়তো সুখ নাহয় দুঃখ হোক স্বপ্নে কিংবা বাস্তবে,
সকলেই বন্দী মোরা এ জগতে যে কোন একটাতেই।