ওরা মানুষের সরলতা নিয়ে খেলা করে
ওরা প্রাণের সজীবতা নিয়ে খেলা করে,
ওরা ধর্মকে ফুটবল বানিয়ে রেফারিগিরি করে।
ওরা মানুষকে ভুল বুঝিয়ে জীবন যাপন করে
ওরা নিজের অক্ষমতা ঢেকে রাখতে ফন্দি করে,
ওরা ভিন্ন ভিন্ন স্থানে ওদের শক্ত আস্তানা গাড়ে।
ওরা সর্বস্ব লুন্ঠন করে মানুষকে নিঃস্ব করে
ওরা ফুঁ দিয়ে লোক দেখানো ভুয়া চিকিৎসা করে,
ওরা নিজেরা সুস্থ হয় আধুনিক চিকিৎসার জোরে।
ওরা মানুষের অসহায়ত্বের জন্য অপেক্ষা করে
ওরা মানুষকে একেবারে মিথ্যা স্বপ্নে বিভোর করে,
ওরা মানুষের অনুভূতিকে কৌশলে পদদলিত করে।
ওরা ভন্ড সাধু, ভন্ড মহারাজ, ভন্ড ব্রহ্মচারী,
ওরা আরো হাজারো নামে করছে বাহাদুরি।
ওরা নিজেরা ভালো করেই জানে ওরা ভন্ড,
কেবল আমরাই বুঝি না ওদের কর্মকান্ড।
ওদের ভন্ডামীতে ছেয়ে গেছে আজ চারপাশ,
প্রকৃত মহাপুরুষগণ অবাক হয়ে ফেলছে দীর্ঘশ্বাস।