রং নিয়ে খেলি আজ-
এসো দুজনে,
সারা গা-য়ে মেখে এ রং
ভিজি প্রেম বরিষণে,
এসো দুজনে.....।
এমন লগনের স্মৃতি
চিরকালের হয়,
এমন মধু পিরীতি
বড় সুধাময়।
আমি কানু তুমি রাধা
সাজিতে আজ নেই গো বাধা,
বলি গোপনে।।
কবে আর পাবো সময়
কবে আর দিবো হৃদয়
কবে আর ভাসবে তরী ভরা উজানে
কবে কে জানে।।
এ তো নয় কেবলি রং
এ মনের ভাষা,
এ তো নয় কেবলি ঢং
এ প্রাণের তৃষা।
আমি হর তুমি গৌরী
নিত্য রসের অধিকারী,
এ মধু ক্ষনে।।