দেখবি যদি আয়
তোরা দেখবি যদি আয়,
দু'জন মিলে যুক্তি করে
শ্রীবাস আঙিনায়।।
একজন যেটা সৃজন করে
আর একজনে বিলায় তারে
একে অন্যের চরণ ধরে
নয়ন জলে গা ভাসায়।।
আপন পরের মেলামেশা
এ এক বিরাট রং তামাশা
ভাটায় মিলে পরের ভাষা
আপন যায় আপন ঠিকানায়।।
যদি চাও উদ্ধারিতে
তরা চলো ঐ নদেতে
ষড়রিপু বশ করিতে
ওরা দু'ভাই মন্ত্র শেখায়।।