ক্ষনিক দাঁড়াও একটু দেখি
তোমারি ও-মুখখানি।
বহুজনমের অপরাধী আমি,
তোমারে বাঁধিতে পারিনি।।
কতটা কঠিন তুমিহীন জীবন
বোঝাতে যদি পারিতো এ মন
কাছে রহিতে তুমি অনুক্ষণ
জোছনায় ভরিতো যামিনী।।
বুকেতে জমানো যত ভালোবাসা
গোপনে করে কিছু পাবার আশা
আজ যবে তোমায় পেয়েছি সহসা
ছেড়ে যেতে প্রাণ চায় না হে গুণী।।