হচ্ছে না কিছুতেই এমন কিছু
যা'কিছু লাগে স্নিগ্ধ হতে,
বিশুদ্ধ জলরাশি ছিলো কিছুকাল
যতদিন ছিলো চলছে বিধান মতে।
হঠাৎ ছয়টি গাছের ছয়টি পাতা
পড়লো জলের ধারায়
সাথে সাথে বিষাক্ত হলো পানি
কিভাবে কি হলো কিছুই না জানি
মাথা থেকে সরে গেল ছায়া জুড়ানো সেই ছাতা।
প্রচন্ড তাপদাহে দগ্ধ হলো সব
শক্তি ছাড়া পাতাগুলো আর কিছু নাহি চিনে
এত ভিজে জলে তবুও পঁচন ধরে না
আরো বেশি বলবান হয় দিনে দিনে।
এমন একটি ঝড়ের খুব বেশি প্রয়োজন
যার হাওয়া ঐ ছয়টি পাতা উড়িয়ে নিয়ে যাবে
দুর থেকে বহুদূরে অগ্নিকুন্ড মাঝে
যে কুন্ডের শিখায় তারা পুড়ে ছারখার হবে।