চলো এক অবসরে লিখি জীবনের কাহিনী।
দুজন মিলে রাঙাবো সেই ইতিহাস,
যেখানে ভোরের আলোয় হারাবে না যামিনী।।
চলো এক জোছনা রচনা করি মনের আঙিনায়।
দুজন মিলে বকুলে সাজাবো সেই বনপথ,
যেখানে পথচলা ভরপুর রবে কেবলি স্নিগ্ধতায়।।
চলো একখানা স্বপ্ন বুনি আশার উপর ভর করে।
দুজন মিলে ভাসবো সেথা আনন্দটুকু নিয়ে,
যেখানে নিস্তব্ধতা সার্থক হবে প্রেমের অলংকারে।।
চলো এক সাগরে ভাসায় সাধের নৌকাখানি।
দুজন মিলে শক্ত হাতে ধরে রাখবো পাল,
যেখানে ঢেউয়ে ঢেউয়ে হবে চিরকালের জানাজানি।।
চলো এক নব বসন্ত আবাহন করি ধরণীর বুকে।
দুজন মিলে ধরবো কোন এক মিলনের গান,
যেখানে যৌবন অনন্তকাল ধরে থাকবে টিকে।।
চলো এক বাগান যতনে সৃষ্টি করি আপন গৃহেতে।
দুজন মিলে ফোটাবো সুন্দরতর যত ফুল,
যেখানে থাকবে না কোন ভয় বাহুডোরে বাঁধিতে।।