আজ শুনবো শুধু তোমার কথা,
সারাটি রজনী ধরে ।
নিরলে বসি-
কহ প্রকাশি,
শুধাও যতনে মোরে ।।

জগতে আমার আর কেহ নাই
মনের হরষে কাঁদাবে আমায়,
অতি কোতুহলে-
প্রেমের বদলে,
হাসি যেন মুখে ঝরে ।।

যে মাধবী নিশি-
ধরা দিলো আসি,
পাব কি ফুরালে আর ।
যতটুকু পারো সে প্রেমবাণী,
শুধাও বারংবার ।।

মনে যা আছে বলো শুনি তাই
ভুলে যেন কিছু রয়ে নাহি যায়,
যা'কিছু তোমার-
সকলি আমার,
বেঁধে লও বাহুডোরে ।।