আর কত কাঁদিবো সখী বলে দে আমারে,
আমি পথেঘাটে ঘুরিফিরি ভিখারিনী সাজে।
আজ আমি নিঃস্ব হলাম তাঁর ছলে পড়ে,
আমি পথেঘাটে ঘুরিফিরি ভিখারিনী সাজে।।
আপন থেকে পরই ভালো বুঝে নিলো প্রাণ,
আমার শত জনম গেল আপন করিতে সন্ধান।
বিফল আমার আসা-যাওয়া এ জগতের মাঝে।।
বেশি কিছু চাই না আমি বল গিয়ে তাঁকে,
যা দিয়েছি সেটুক যেন দেয় সে আমাকে।
নাহয় ঋণের দায়ে বিচার হবে সে যেন তা বোঝে।।
ও-ললিতা, ও-বিশাখা, তোরা আমার সবি,
আমি মরলে সেই খবর তাঁরে না জানাবি।
আমি জানাতে চাই সেই মরে যেই তাঁরে খোঁজে।।