ফাগুনেরি রঙ এমনি হয়
ওগো, মনে জাগে শিহরণ।
ভালোবাসা জাগে প্রাণে অবিরাম
মধুমাখা লাগে প্রতিটি ক্ষণ।।
চাওয়াগুলো শুধু পাওয়াতে মিলাই
প্রেম বরিষণে বিষাদ হারায়,
নব অনুরাগে ভরিয়া কেবলি
ভাবরসে শুধু মজায় মন।।
যত সুখ আজ কাছে আসাতে,
যত সুখ আজ ভালোবাসাতে,
যত সুখ আজ আদর যতনে,
যত সুখ আজ আলিঙ্গনে।
জোছনা স্নানে চল শুচি হই
আঁখি-ইশারায় চল কথা কই,
যৌবন মোর গোপনে শুধায়
ফাগুনের এ রঙ তোমারি দান।।