হাসলে এমন ভাবে হাসো-
যাতে জগৎ হাসে।
আর কাঁদলে এমন ভাবে কাঁদো-
যাতে সকল জীবন কাঁদে।
লজ্জিত হলে এমন ভাবে হও-
যাতে পলাশের রং পরাজিত হয়।
অভিমানী হলে এমন ভাবে হও-
যাতে কষ্টগুলো ফেরত আসে বারংবার।
সুখী হলে এমন ভাবে হও-
যাতে সকলে তোমার জয়গান গাই।
দুঃখী হলে এমন ভাবে হও-
যাতে সবার নিঃশ্বাসে থাকে আহা-রে।
পথে হাঁটলে এমন ভাবে হাঁটো-
যাতে কেউ নাগাল না পাই।
ক্লান্ত হলে এমন ভাবে হও-
যাতে কেউ কোনদিন তুলতে না পারে।
স্বপ্ন দেখলে এমন ভাবে দেখো-
যাতে স্নিগ্ধতা গায়ে লেগে থাকে।
বিষন্ন হলে এমন ভাবে হও-
যাতে তোমার পরশে সকলি ছাই হয়।
খুঁজলে এমন ভাবে খুঁজো-
যাতে ধরা দেয় দূর্লভ যাহা কিছু।
হারালে এমন ভাবে হারিয়ে যেও-
যাতে কেউ কোনদিন না দেখে আর।
বাঁচলে এমন ভাবে বাঁচো-
যাতে মৃত্যু লজ্জা পেয়ে দুরে থাকে।
মরলে এমন ভাবে মরিও-
যাতে মুক্তির স্বাদে জীবন পূর্ণ রয়।
মাঝামাঝি বলে কোন শব্দ নেই-
কোনকালেই ছিলো না,
দোলাচল বলে কোন আবহ নেই-
ওসব কেবলি ছলনা।