তুমি অনেক কিছু খুঁজেছ মেঘের ফাঁকে
অনেক কিছু ধুয়েছ বরষার জলে,
তুমি অনেক কিছু ফেলে এসেছ পথের বাঁকে
অনেক কিছু সাজিয়েছ বনফুলে ।।
তুমি অনেক কিছু পুড়েছ ঐ দৃষ্টি দিয়ে
অনেক কিছু ছড়িয়েছ হয়তো ভুল করে,
তুমি অনেক কিছু রাঙিয়েছ সুন্দরতর হয়ে
অনেক কিছু স্নিগ্ধ করেছ কুয়াশার ভোরে ।।
তুমি অনেক কিছু শোনায়েছ আপন পাখিরে
অনেক কিছু জমিয়েছ বহুকাল ধরে,
তুমি অনেক কিছু ভাসিয়েছ অশ্রুর সাগরে
অনেক কিছু রচিয়াছ নীরব আঁধারে ।।
তুমি অনেক কিছু ছুঁয়েছ আত্মহারা হয়ে
অনেক কিছু লুকায়েছ জ্ঞাত মন্ত্রের সুবাদে,
তুমি অনেক কিছু জাগিয়েছ অজানা ভয়ে
অনেক কিছু শুকিয়েছ মৃদু তপ্ত রোদে।
তুমি অনেক কিছু বলোনি মুখে
অনেক কিছু শোনোনি কান পেতে,
তুমি অনেক কিছু রেখেছো বুকে ঢেকে
অনেক কিছু চাওনি ভুলিতে ।।