একটু ধৈর্য্য ধরে শোনার অনুরোধ করছি
এখানকার কিছু গুরুত্বপূর্ণ খবর,
আমি তোমাকে বিস্তারিত বলছি
এখানে কি হয় বছরের পর বছর।

এখানে বলা যায় না অনেককিছু.....
এখানে চিরস্নিগ্ধতার খোঁজ খবর নাই,
এখানে কামনা বাসনা নেই পিছু
পালিয়ে শান্তি খুঁজব এমন জায়গা নাই।

এখানে মহাজন সেজে আছে অনেকেই..
এখানে বহু কল্পনা নিস্ফল হাহাকারে হারায়,
এখানে পশুত্ব জন্মে মানবদেহে সহজেই
অনবরত পথিক নতুন করে পথ সাজায়।

এখানে সত্যি হতে ভয় পায় স্বপ্নগুলো....
এখানে লজ্জিত শিহরণের মূল্য নাই,
এখানে সাধন ভজনগুলোও এলোমেলো
বোঝা মুসকিল কে কাকে কেন চাই।

এখানে সুখ খুঁজে মরছে বহুজন...
এখানে শূন্যতায় ঘিরে রয় অনেকের জীবন,
এখানে কিসে যেন বন্দী যত আদর যতন
এখানে চিরন্তন অনেকের অশ্রুসিক্ত নয়ন।

শুনেছি তুমি আছো এ দেহে বহুকাল ধরে....
তবুও গেলো না দ্বিধা-দ্বন্দ্ব আর ভয়ের গন্ডগোল,
আমি বলছি কাহিনী তুমি শুনিবার তরে
শক্তি দাও অন্তরে, আমি হতে চাই সফল।