ওরা একেবারেই ভুলে যাবে অনেক কিছু,
অশুভ যাহা কিছু নষ্ট করে ওদের মন।
'শিল্প-সাহিত্য-সংস্কৃতি' এসবের নাও পিছু,
এসবে যুক্ত করো সন্তানদের করিয়া যতন।
সংকীর্ণতা দুরে গিয়ে উদারতার হইবে সৃজন,
চেতনা চৈতন্য হয়ে ধরা দেবে ওদের কাছে।
দৃষ্টিনন্দন বৃক্ষ পেতে মননশীল বীজের প্রয়োজন,
ওদের প্রাণের জ্ঞান-পর্বত ঘুমন্ত অবস্থায় রয়েছে।।
লেখাপড়ার পাশাপাশি এসব খুব বেশি প্রয়োজন,
এগুলো অন্তর বিকশিত হওয়ার অসাধারণ পন্থা।
একদা ওরা নান্দনিকতার সাথে করবে আলিঙ্গন,
বিস্ময়কর দৃষ্টিতে দেখবে ওদের ভাবনা চিন্তা।।
'শিল্প-সাহিত্য-সংস্কৃতি' সন্তানকে ভুল পথে নেবে না,
অন্ধকারে আলো দিবে তোমার সন্তানের মনে।
সদ্ব্যবহারযোগ্য সময় চলে গেলে আর পাবে না,
ওদের জড়িয়ে রেখেনো ঠিকানাহীন পথের সন্ধানে।।
উন্নত মানসিকতার অধিকারী হবে এসবে যুক্ত থাকলে,
নিশ্চয় সন্তানের মুখে চিরকাল তোমাদের সুনাম রবে।
তোমাদের রত্ন তোমাদের বুকের মাঝে থাকবে আগলে,
'সন্তান মানুষের জন্য তোমরাই যোগ্য'এটি অমর হবে।।