অনাঙ্ক্ষিত বলেই আমি নির্বাসিত এক আগন্তুক,
নিরবিচ্ছিন্ন নীরবতায় অলংকৃত আজ সকল সুখ।
এ যেন এক দিকভ্রান্ত পথচারীর আত্মচিৎকার,
এ যেন এক দুরন্ত যৌবনের লজ্জিত হাহাকার।
নিষিদ্ধ বলেই আমি দূর আকাশের এক খন্ডিত তারা,
সাজানো বাগানের হাজারো ফুল আজ সৌরভ হারা।
এ যেন এক নিষ্প্রাণ মানবের গৌরবহীন পথচলা,
এ যেন এক নির্জন গৃহে নিত্য আলেয়ার খেলা।
রক্তাক্ত বলেই আমি দীর্ঘ পথে ক্লান্ত এক পথিক,
সৌন্দর্য না দেখতে দেখতে শুষ্ক হয়ে আছে বুক।
এ যেন এক জোছনায় ঘোর আঁধারের আগমন,
এ যেন এক ভোরের সকালের স্নিগ্ধতার দমন।
বিচ্ছিন্ন বলেই আমি আপন গৃহে বন্দী হই বারবার,
শুদ্ধতার ভাবরসে স্নান করা আজ দুরহ ব্যাপার।
এ যেন এক পিচ্ছিল কল্পনার সুগভীর নাভিশ্বাস,
এ যেন এক দুর্বল স্বপ্নে রচিত দুর্লভ বিশ্বাস।
আমি মৌলিক নই,
আমি কেবলি অবশ্যম্ভাবী।