গুরুর নামে ভাসাও তরী
জয় করো তুফানের ভয়।
গুরু সৃষ্টি, গুরু স্থিতি,
গুরু স্বয়ং হয় প্রলয়।।
আঁধার ঘরে আলো দিতে
গুরু আসে এ জগতে
সে আলোর মহিমা পেতে
গুরুর চরণ ধরতে হয়।।
গুরুর পরশ যখন পাবে
মূল দরজা খুলে যাবে
সম্মুখে যাকে দেখিবে
শ্রীনন্দের কানাই সে হয়।।