কত শত নাম
আমি ভাবি অবিরাম
কি নামে ডাকিলে তোমার মেলেগো সন্ধান।
তুমি আছো গো কোথায়, একবার বলো গো আমায়,
কাছে এসে মনের দ্বন্দ্ব কর অবসান।।
সময়ের গতি ভয়ংকর
আমার প্রাণে লাগে ডর
মাঝ দরিয়ায় এনে মোরে ফেলেছ নোঙর।
তুমি দেখা না দিলে, আমি যাব কোন কুলে,
তুমি ছাড়া এ সংকটের নেই গো সমাধান।।
বাঁধনে মায়া যে বাড়ে
মায়াতে চেতনা মরে
কোন দোষে বাঁধিলে মোরে এ দেহঘরে।
তোমার লীলা চমৎকার, বোঝার সাধ্য নাই আমার,
কৃপা করে এসে তোমার আলোয় করাও স্নান।।
আমি সাধন জানি না
আমি ভজন জানি না
সকলি হারায়ে মাগি তোমার করুণা।
তুমি ক্ষম অপরাধ, কাছে এসে ধরো হাত,
নিয়ে চলো যেথা তোমার অমৃতের বাগান।।