আমি নাহয় ভুলে গেছি হাসতে- তুমিতো ভুলোনি।
প্রাণ খুলে হাসো বন্ধু দেখি দুচোখ ভরে,
আমি লিখতে চাই আরো একবার জীবন কাহিনী।।

আমি নাহয় ভুলে গেছি গান- তুমিতো ভুলোনি।
সুমধুর সুরে গাও কোন এক স্মরণীয় গান,
ভরাতে চাই প্রাণটি আমার শুনিয়া সে অমৃতবাণী।।

আমি নাহয় ভুলে গেছি সাঁতার- তুমিতো ভুলোনি।
প্রচন্ড গতিতে পার হও নান্দনিক কোন এক সমুদ্র,
তীরে বসে ভাবতে চাই আমার অপারগতাখানি।।

আমি নাহয় ভুলে গেছি আঁকতে- তুমিতো ভুলোনি।
রং-তুলির আঁচড়ে ফুটিয়ে তোল উন্মাদনার ছাপ,
দুচোখ জুড়াতে চাই দেখে তোমার সৃষ্টির ঝলখানি।।

আমি নাহয় ভুলে গেছি খুঁজতে- তুমিতো ভুলোনি।
খুঁজে নাও সকলকিছু যাকিছু তোমার না পেলেই নয়,
আমি স্বস্তি পেতে চাই দেখে তোমার পূর্ণতার খনি।।

আমি নাহয় ভুলে গেছি বাঁধিতে- তুমিতো ভুলোনি।
শক্ত করে বেঁধে রেখো তোমার প্রাণের সম্বলটুকু,
আমি জানাতে চাই চিৎকার করে তুমি ভুবনমোহিনী।।

আমি নাহয় ভুলে গেছি বাঁচতে- তুমিতো ভুলোনি।
হাজারো জনম বেঁচে থাকো ভালোবাসার কাছে,
আমি কাদঁতে চাই বারংবার-
কাদাঁতে তোমার ইচ্ছে হয় যতবার
ব্যর্থ আমি তোমাকে হয়তো বোঝাতে পারিনি।।