জানি কিছুই তোমার মনে নেই,
ভুলে যাবার ছলে ভুলেছো সবিই।
তবু গোপনে কাছে থাকো বুঝিনা কেন,
তুমি জনম লভিলে ওগো শুধু জ্বালাতেই।।
কি দানে ভরিলে প্রাণ হয়গো ঋণী
বলো সজনী, ওগো বলো সজনী।
অভিমানে ভরা ক্ষণ, মনে জাগে অনুক্ষণ,
বুঝি যত সুখ এ জগতে দুরে থাকাতেই।।
যে'জন কাঁদাতে জানে, তাকে ভোলা অনেক কঠিন।
যে কাঁদে জীবনভর, সে হয় সদা পর,
কেবলি জানে শ্যাম কত জ্বালাময় ওগো রাইহীন দিন।।
বাঁধা পরো তুমি ওগো কি মায়া ছলে
দাও না বলে, ওগো দাও না বলে।
যে রাগে কাঁদেগো প্রাণ, সে রাগে গাইগো গান,
যেন মনে পড়ে মোরে অতি সহজেই।।