এমন কিছু প্রাণ এ পৃথিবীর বুকে করে বিচরণ,
যেগুলো রঙের নেশায় মজে থাকে সারাক্ষণ।
যে কোন উপায়ে তাদের রঙিন হওয়া চাই,
অন্য প্রাণের বিষন্নতায় তাদের কিবা আসে যায়।
স্বাধীনতার চরম শীর্ষে বলেই ওদের নেই আপন-পর,
অন্য প্রাণের দাবী নিয়ে ওরা খেলে নিরন্তর।
ওরা সুখী-
ওরা আনন্দময়-
ওরা স্বপ্নচারীর দল,
ওরা নিজের যোগ্যতায় গড়েছে-
একখানা নান্দনিক মহল।