জাগাতে তোমাকে এসেছি,
আমি, জাগাতে তোমাকে এসেছি।
খোলো আঁখি প্রিয়তমা
ভোরের রাগেতে আমি গান ধরেছি,
আমি, জাগাতে তোমাকে এসেছি।।
নেশার বাতাস ওগো বয়ে যায় প্রাণেতে,
কবির ভাবনা ওগো এসেছি শোনাতে।
তোমার চলার পথ সাজাতে ওগো প্রিয়ে,
শিউলি দিয়ে আমি পথ ঢেকেছি।।
মন দিয়ে মন নেয়ার এইতো সময়,
হেলায় হারালে ক্ষণ প্রেম হবে ক্ষয়।।
চেয়ে দেখো এই ভোর নিবেদনে রাঙানো,
ভৈরবী রাগে আজ এই গীতি সাজানো।
আমার প্রণয়ী সুরে সুর মিলিয়ে প্রিয়ে,
চোখ মেলে বলো "ওগো, ভালোবেসেছি"।।