এমন করে কেউ কোনদিন ডাকেনি আমায়।
একেবারে বুকের গভীরে লেগেছে সে ডাক
লুকানো অনুভূতিগুলো হয়েছে অবাক,
বহুকালের স্বপ্ন আজ এ হৃদে সুগন্ধ ছড়ায়।।

এমন করে কেউ কোনদিন চাইনি আমা পানে।
সুন্দরতর হয়ে ধরা দিয়েছে ঐ চাঁদ
জলে পুড়ে ভস্ম হয়েছে চিত্তের অবসাদ,
লজ্জিত ছোঁয়া মত্ত আজ সুখের সন্ধানে।।

এমন করে কেউ কোনদিন ধরেনি হাতটি আমার।
অজানা পথের বাঁকে বাঁকে শান্তির পরশ
এ যেন নিবেদিত প্রাণের ছড়ানো অমৃতরস,
নিঃশব্দে ধেয়ে আসা প্রেম উন্মাদ করে বারংবার।।

এমন করে কেউ কোনদিন শোনায়নি গান আমাকে।
সুরের যাদু বিমোহিত করে আপন পাখীরে
'নীড় ছেড়ে এসো' বলে কানের ভেতরে,
আচ্ছাদিত মায়া প্রকাশিত আজ আপন আলোকে।।

এমন করে কেউ কোনদিন বাঁধেনি বাহুডোরে।
এমন করে কেউ কোনদিন পারেনি কাঁদাতে
এমন করে কেউ কোনদিন জাগায়নি রাতে,
এমন করে কেউ কোনদিন নেইনি দুরে-বহুদুরে।।