তবে এসো শেষবারের মতো বসি মোরা পাশাপাশি,
জীবন খাতার শেষ অঙ্কটা আরেকটিবার কষি।
যেমনি করে আকাশ মিশেছে সাগড়ের তীরে এসে।
তেমনি করেই আমরা মিশেছিলাম জীবন ইয়ারী বেশে।
দেখেছো কি তুমি মাঘের ঐ হিম রাতের পরে ফিরে?
কত ফাগুন এলো গেলো তোমার পৃথিবী ঘিরে?
তোমার জীবনের একাকি পথ পাড়ি দেয়ার ক্ষণে,
আমায় তুমি চেয়েছিলে সেই অমোঘ কান্ত দিনে।
কত হাসির বন্যা বয়েছিল, গড়িয়েছিল কান্নার জল।
আমাদের সেই গল্পগুলো লিখে রাখে কি মহাকাল?
আমাদের জীবন থামবে কি আবার এক আকাশের পরে?
এক মানব জনম গিয়েছে চলে কত মায়ার বাঁধন গড়ে।
তবে চলো শুধু আরেকটিবার বসি পাশাপাশি,
জীবন আকাশে আরেকটিবার উঠুক সেতারা শশী।
তারপর এক জনম শেষে, মোরা হারাব মহাকালে,
আকাশগঙ্গায় কোথাও কি আর দেখা হবে কোন ভুলে?