সে আমার ভালোবাসা, নয় প্রেয়সী
সে নয় ভ্রান্ত মানবের অসহায় ধর্মী।
সে আমার কুয়াশায় ঢাকা ভোরের উষ্ণতা,
বৃষ্টি বিলাস রোগের জীবাণু,
সে আমার একাকী বিকেলের এক কাপ চা,
হঠাৎ ধরেই ছেড়ে
দেওয়া মাছরাঙ্গা,
প্রণয় ক্ষণে আকস্মিক ক্ষিপ্র চুম্বন,
বানান শুধরে দেওয়ার যন্ত্র,
ভাল থাকার মন্ত্র,
আবোলতাবোল আবদার,
অন্তমিল এর খুনি।" আর?
আমার "সুন্দরতম ভুল"।