হায় আফসোস! এ কবিতার কোথাও তুমি থাকলে না,
হয়তো কখনো কেউ এ কবিতা পড়েও তোমার চিনবে না।
হয়তো তুমি হতে পারতে এ কবিতার উপমা নয়তো শিরোনাম,
ভালো করে খুঁজে দেখো এ কবিতার কোথাও নেই তোমার নাম।
.
খুব যত্ন করে প্রত্যাখ্যাত করে ছিলে, এতটুকু চিন্তিত হই নি,
বুঝতে পেরেছিলে কি, আমার হওয়ার যোগ্যতাই তুমি রাখ নি?
এখন আফসোস হয় কি দিনরাত?,সেদিন যা করেছিলে-ছিল মস্ত বড় পাপ।
বিবেকের কাঠগড়ায় তোমার বিচার হবে,আমি করব না কোনো অভিশাপ।
.
এ খেলায় আমি হারি নি,হেরেছ তুমি স্বাভাবিক;
আমার কিছু চাওয়ার ছিল,দাবি ছিল অত্যন্ত মানবিক।
এখন আমার কষ্ট আছে,নষ্ট কিছু সময় আছে,
তোমার এখন চাহিদা মেটে, আমায় ছাড়াও ঘটনা ঘটে;
শান্তি আর পাচ্ছো কোথায় খুব করে মানসিক?
যেখানে তোমার চাহিদাটুকু ছিল স্রেফ জৈবিক।
.
তবুও এই কবিতার সবখানেই তুমি রয়ে গেলে অবিরাম,
চরণে চরণে পেয়ে গেলে ধিক্কার, ঘৃণা আর অপমান।