একদিন আমাদের দেখা হয়েছিল,
তারপর সহস্র রাত আর দিন কেটে গেল।
মেঘে মেঘে অনেক বর্ষা শেষে, গড়ালো বেলা,
পুরনো ফুলেরা জড়ো হয়ে, সাজায় নতুন ডালা।
এখনও কি তোমার চুলে জাগে নতুন রঙ?
চোখের পাতায় লাগে গাঢ় কাজল মায়া?

একদিন খুব ভোরে,
চুপিসারে এসেছিলো প্রেম, আমার পাঁজর ঘেরা ঘরে।
পৃথিবীর পথে প্রান্তরে হেটে, আমি যতই হয়েছি ক্লান্ত,
করোটিতে আঁকা তোমার ছবি, আমায় ততই করেছে শান্ত।
আমায় পথ দেখিয়েছিলে তুমি, দূর সমুদ্রের তীরে,
মাঝ দরিয়ায় দিক হারানো, কোনো ভীত জাহাজি ভীরে।

একদিন জীবন সূর্য-অস্তের কিছুকাল আগে;
পুরনো বসন্ত শেষে, বার্ধক্যের শৈত্য লাগে।
প্রেমিকার কালো চুলে জাগে সাদা শুভ্র সাজ,
ম্লানহীন ত্বকে জাগে নতুন প্রবীণ ভাজ।
ঠোঁটের আবীর রং ধীরে মুছে যায় ,
প্রেমিকারও একদিন মরে যেতে হয়।

একদিন তোমায় হারানোর কিছুকাল পরে;
পথে প্রান্তরে ঘুরে, আমি এক ক্লান্ত ভবঘুরে।
পৃথিবীর পুরনো পথের রেখারা মুছে যায়,
ধুয়ে যায় মৃতের রক্তের দাগ।
স্মৃতি ধীরে মুছে যায়,
একদিন সব হয়ে যায় শেষ।