আকাশ ভেঙে নামবে যেদিন ঝড়,
তখন তুই অন্য কারো ঘর।
তুইও কি এখন বায়না ধরিস,
রাত জাগানিয়া গল্প করিস?
জীবন নামের গল্প লিখিস আমার করে পর!
আমায় কি তোর মনে পরে?
আকাশ ভেঙে যখন বৃষ্টি পড়ে,
বৃষ্টি ভেজা শরীরে যখন নামে ভীষণ জ্বর,
চোখ বুজিয়া দেখি তোর স্বর্গ সুখের ঘর।
তোকে নিয়ে অনেক ভাবি,
চুপিচুপি গল্প লিখি,
গল্পেরা সব রূপকথা হয়,
রূপকথারা বাতাসে হারায়,
ভুলে ভরা গল্পের মাঝেও তোকেই পড়ে মনে,
তখন তুই অনেক দূরে গভীর কোনো ঘুমে!