আজ হতে কয়েক বছর পরে,
হিম শীতল এক ভোরে,
তোমার সাথে দেখা হয় যদি
অশ্বত্থের পাশে ওই গাঙুরের পাড়ে,
ভোরের কাক আর শরতের কাশের বনে,
নয়তো কোনো নির্জন শুনশান স্টেশনে,
আমায় চিনিবে কি তুমি?
বলিবে কি, কেমন আছো?
তারপর দিন থেকে রাত, রাত থেকে দিন,
মানব স্রোতে মোরা মিশে যাব,
মহাকালের মহাস্রোতের ভেলা পাড়ি দিয়ে
আবার যেদিন মেঠো পথটার পাশে,
কোনো এক মাগরিবের করুণ সাঁঝে,
দেখা হয়ে যায় যদি
আমারে চিনিবে কি তুমি?
বলিবে কি, কেমন আছো?