চারটি বছর পর আবার দেখা পৃথিবীর পুরোনো বিন্দুতে,
ভালোবাসা ঠিক যেন ফিরে এসে মিলে যায় পুরোনো ছন্দতে।
আমি শুধুই চেয়েছিলাম পাশাপাশি বসিবার এক বনলতাকে,
আমার কথার আকাশে হারিয়ে যাওয়া এক মনোযোগী শ্রোতাকে।
আমি দেখেছি তোমার চোখ,
চোখের খুব গভীরে আঁধার কালো এক মায়াবন,
বনের গভীরে কঠিন শিলা বেয়ে নেমে আসা শান্ত প্রসবন।
যেখানে হাজার বছরের যাত্রা শেষে-
পথ হারানো নাবিকের জেগেছিল একটিবার বাঁচবার সপন।
আমি দেখেছি তোমার হাত,
হাতের আঙুল আর ঠোঁটের হাসি,
ঐ আঙুল আমি ধরি নিকো, করি নিকো স্পর্শ সেই হাত।
শুধু হারিয়েছি চোখের কালোবিহ্বরে, পেরিয়ে অসীমতার বাধ।
তারপর কত বেলা ঘুরে গেল, কত বর্ষার বৃষ্টি নামলো কদমের বনে,
কত প্রেম এলোগেল, আমাদের চার-চারটি বছরের ব্যবধানে।