যদি রাজ পথে আবার শুনি, ঝাঝালো মিছিল স্লোগান,
যদি ক্ষুধার রাজ্যে ভুখারা স'বে দলে দলে গায় তিক্তগান,
যদি আর কভূ শুনি মানুষ মানুষেরে পদদলে করে পিষ্ট,
যদি শুনি আর পথের শিশুরা ক্ষুধার জ্বালায় ক্লিষ্ট।
রাজার ভান্ডারে যদি দেখি কভু, চাল, ডাল, তেল বন্ধী,
যদি দেখি আর একটিবার কেউ করেছে আপোষ সন্ধি।
যদি কৃষকের পেটে লাথি মারে কেউ,সেল্ফিবাজের দল,
যদি ভুখার মুখ থেকে কেড়ে নেয় অন্ন হায়েনা পঙ্গের দল।
মায়ের বোনের শাড়ীর আচলে যদি, দেখি রক্তের দাগ,
গরীব বাবার ঘামের অর্থে লুটেরা বসায় ভাগ।
যদি কূলি-মুজুরকে নিচু জাত বলে,গালি দেয় কোনো শালা,
যদি আমার মুখের অন্ন কেড়ে নিয়ে গুদামে মারে তালা।
যদি আমার রক্তের পয়সা দিয়ে হলি খেলে কোন রাজা,
যদি দেখি আর ত্রাণ চাহিয়া লাত্তি খেয়েছে প্রজা।
যদি দেখি জোর জুলুমে মসনদে বসে গনতন্ত্র করে হরণ,
তবে শুনে রেখো, জেনে রেখো আসছে তেড়ে মরণ।