আমি তো ভেবেছি তাদের কথা শ্রমজীবী মানুষ যারা,
নিত্য যাদের আহার চলে, আজ তারা দিশেহারা।
যাদের কারণে বাসযোগ্য বসুধা ফিরে পেলো সভ্যতা,
যাদের অবদান প্রতিটি নিঃশ্বাসে, নিঃশ্বাসে আছে গাঁথা।
এই পৃথিবীর প্রতিটা নিঃশ্বাস, সমীরণে যাদের ঘেরা
যাদের পরণে তিন হাত বস্র, হাজার তালিতেও ছেড়া,
যাদের কারণে শহর নগরে, প্রাসাদ -অট্টালিকা,
তাদের রক্তে ঘামের গন্ধে আমার এ কবিতা লেখা।
নিত্য দিনের আলোতেও যারা পায়নি'কো কোন খাবার,
এ মহামারীতে কে দেবে বসন, কে দেবে তাদের আহার?

শোন হে দেশের রাজা,
প্রজারা তোমার লক ডাউনে, উপোসে ভুগছে সাজা।
খুজেছো কি কেউ গলির পথ ধরে, অনাহারে শিশুর ক্রন্দন?,
কেউ কি খুজেছো সৃষ্টির আলয়ে, মানুষ মানুষের বন্ধন?
তবে কেন আজ বিপদের দিনে তাদের পাশে নাই?
প্রাসাদ গভীরে নিজের কামরায় বিলাসে নিয়েছো ঠাঁই।
বেড়িয়ে পড়ো উমর (রাঃ) হয়ে, খোঁজ নাও তাদের ভাই,
এই ক্ষণেই তো তোমার পরিচয়, স্বার্থ যেথায় নাই।

১৪ চৈত্র ১৪২৬/২৮ মার্চ ২০২০
কালিকৃষ্ণনগর