আকাশের চাঁদ তুমি, বাগানের ফুল তুমি-
তুমি স্বপ্ন দেখা ।
পথিকের পথ তুমি, নদীর ঢেউ তুমি-
তুমি আলোর শিখা ।।
ঝরনা তুমি, অঝোর বৃষ্টি তুমি-
তুমি শিশির বিন্দু ।
আশা তুমি, মনের ভাষা তুমি-
তুমি মহাসিন্ধু ।।
স্মৃতির পাতা তুমি, হারানো সুখ তুমি-
তুমি নয়নের তারা ।
ফুলের সৌরভ তুমি, রাতের জোনাকি তুমি-
তুমি জলের ধারা ।।
কবির কবিতা তুমি, বাঁশির সুর তুমি-
নীলিমার রং তুমি ।
অতীত তুমি, ভবিষ্যৎ তুমি-
তোমার তুলনা শুধুই তুমি ।।