পাখির কুজনে ভরা, ফুলের সৌরভে ভরা-
এই স্নিগ্ধ সকাল সাঁঝে ।
যাবনা হারিয়ে, আবার আসিব আমি-
সদ্য ফোঁটা গোলাপের মাঝে ।।
অলির গুনগুন সুর, আর জোনাকির আলোয়-
মাতানো এই দিবারাতে ।
আমি ধরা দেবো, মালিনীর নরম হাতে-
ভোরের বাগিচাতে ।।
দিঘির কালো জলে, উঠিব আমি-
ফুটন্ত পদ্ম হয়ে ।
নদীর মোহনায় গিয়ে, মিশিব আমি-
যে নদী নীরবে গিয়েছে বয়ে ।।
আমি ক্লান্ত মাঝির পালে, ধরা দেবো-
প্রবল বাতাস হয়ে।
আমি ধুয়ে দিতে আসিব, পথিকের পা-
নরম ঘাসে শিশির বিন্দু হয়ে ।।
ফিরে আসিব আমি, রাখালের বাঁশির সুরে-
যে বাঁশী সুর তুলে বাজে ।
আমি আসিব ফিরে, গভীর নিশিতে-
প্রিয়ার স্বপ্ন সেজে ।।