নির্জনে বসেছি তোমাকেই ভাবছি
ভুলিনি কোন কথা ।
যত কথা দিয়েছিলে যত ব্যথা দিয়েছিলে
আছে সব স্মৃতি হয়ে গাঁথা ।।
একটুও ভাবনি মনে ও রাখনি
এ কেমন নিষ্ঠুরতা ?
ভুলটাও বুঝলেনা ফিরেও এলেনা
শুধু ভেজা আঁখি পাতা ।।
আমি যে অন্ধ হয়েছি নিঃস্ব
তোমায় ভালোবেসে ।
ভাবি হয়তো আসবে নীলিমার রং হয়ে
কখনও বলাকার বেশে ।।
আমি তো কবি নই যে লিখবো কবিতা
নীরবে নির্জনে ।
শুধু ভালোবাসি ভাবতে নীরবে থাকতে
ভালোবাসার কুঞ্জবনে ।।
আমি তো পাখি নই যে উড়বো গগনে
ক্লান্ত বিকেলে ।
আমি তো ফুল নই যে স্থান পাবো
তোমার হৃদয় কমলে ।।