আকাশ সে তো রং বদ্লায়!
ভীষণ প্রিয় তাই বলে কি?
কখনো নীল, কখনোবা কালো!
আমার বেশ পছোন্দনিয়
নীল আকাশের বিশালতাই
ডানা মেলে পাখিরা,
সুখ তো ঠিক খুঁজে নিয়েছে!
কালো মেঘেরা সুখ খুঁজেছে
বৃষ্টি ঝরিয়ে।
বাহারি ঘুড়ির মেলা বিশাল আকাশের বুকে!
বেশ তো আছে ই সুখে।
তবুও রং বদ্লায়!
ভীষণ প্রিয় তাই বলে কি?
বৃষ্টি,পাখি,ঘুড়ির কাছে হেরে গেছি!
আমি বদ্লাতে পারিনি।