স্মৃতির খাতা
এখনো সেই আগের মতই আছে,
ঠিক তেমনি তুমি আছো
তোমার সেনোরিতার কাছে ।
পকেট ডায়রিটা
হয়তো লিখতে না তুমি,
খুব যতনে তুলে রেখেছো
কোন এক শার্টের ভাঁজে
ঠিক যেমন তোমার ছবির এ্যালবামে
এখনো বাঁধা আমার শাড়ির আঁচলে ।
গোল্ডফিস_লাভবার্ড
হয়তো বেশি দিন বাঁচতে পারেনি তবুও
অ্যাকুরিয়াম_খাঁচা
এখনো রয়েই গেছে।
আজ দু জনা পথ হারিয়ে মাঝ পথে
কিন্তু, ভালবাসা এখনো আছে দাঁড়িয়ে ...
দিনের শেষে সব পাখিই ঘরে ফিরে,
একদিন তুমিও ফিরবে হয়তো পথ ভুলেছ..
তাতে কি?
আমি তো ভুলি নি!
কি করে ভুলতে দেবো তোমাকে!
স্মৃতির পাতায়
গোলাপ পাপড়ি শুকিয়ে যাবে না
তুমি এসো, এসো তোমার চিরচেনা নীড়ে।
তোমায় বরণের মালা সাজিয়ে রেখেছি আপন হাতে
২৭ শে এপ্রিল ২০১৭
তালাইমারি