সেতারে আর সুর তোলে না
কার জন্যে বাজবে বাঁশি?
সে তো ভিন্ন সুরে মাতোয়ারা!
গান তার হারিয়েছে সুর,
শিল্পী শুধুই কিংকর্তব্যবিমুঢ় !
কবিতার খাতা ছন্দ হারা।
নতুন কোন কল্প নেই রূপকথার!
রাজাহীন রাজ্যে শুধুই শূন্যতা!
চোরাবালির রাজত্বে,মরীচিকার সখ্যতা।
কবির চোখে যেন চৈত্রের খরা
খেই হারিয়ে কবি দিশে হারা।
কার জন্যে বসবে ছন্দের মেলা!
অর্থহীন যত কথা, কবিতার খাতা।
সুর, তাল, ছন্দ হারিয়ে,
কবি আর খোঁজে না পূর্ণতা
নিরবতায় হার মেনেছে, কঠিন বাস্তবতা!
আজ প্রণয়ের নিমগ্নতায় উদাসীন সব প্রিয় ভাবনা।
৩০ শে মার্চ , ২০১৮
কাদিরগঞ্জ,রাজশাহী
সময়ঃ রাত ১২:৩৫ মিনিট