প্রিয়তমেষু, যেদিন আকাশ জুড়ে থাকবে তুমি ,
সেদিন হয়তো তোমার হারিয়ে যাওয়ায় প্রচণ্ড চিৎকার দিয়ে কাঁদবো না আমি
তুমি কাছে না থাকার ব্যথায় কুঁচকে যাওয়া হৃদয় ক্ষণে ক্ষণে মোচড় দিয়ে উঠবে না।
অনেক অনেক দিন পর আমি প্রাণ ভরে হাসতে পারবো !
সেদিন বৃষ্টিস্নাত কদম দিয়ে সাজাবো ডালা,
আকন্দ ফুল দিয়ে গেঁথে রাখবো মালা,
কচুরিপানা হাতে নিয়ে স্বাগত জানাবো তোমার চলে যাওয়া।
কেন এত আয়োজন বোঝ নি তো?
সেই মুহূর্ত থেকে তুমি আমার হবে, তোমার ঐ শরীর মনে শুধুই আমার একার অধিকার,
ঠিক আগের মত ,যখন আমি জানতাম তুমি আমার, কিন্তু কিভাবে যেন অন্যের আয়ত্ত্বে চলে গিয়েছিলে।
তুমি চলে যাওয়ার পর সমস্ত পৃথিবীর মানুষকে চিৎকার দিয়ে জানিয়ে দিব তোমার মুক্তির কথা,
বাতাসে শব্দের ঝংকার প্রতিধ্বনি তুলে বলবে তুমি মুক্ত, তুমি আমার, শুধু আমার একার ,
আমার প্রিয়তমেষু ......