দিনের শেষে ক্লান্ত ক্ষ'নে
আমায় যদি পড়ে মনে,
একাকী নির্জনে,
চোখ রেখো রাতের আকাশে।
যখন থাকবে না কেউ তোমার পাশে,
চেয়ে দেখো তুমি!
রূপালী চাঁদের পাশে একটি তারা,
মিটিমিটি জ্বলছি একাকী তোমায় ছাড়া
যদি দুহাত বাড়িয়ে ডাকি,
তুমি আসবে কি?
আসবে তুমি!
আকাশের বিশালতা, জোছনার উজ্জ্বলতায়,
মেঘের মত পাল উড়িয়ে
অজানা তে ভাসবো দুজন!
দুটি মনের হবে মধুর মিলন।
গোপনে থাকবে শুয়ে আমার কোলে,
আদরে হাত বোলাবো তোমার চুলে,
তুমি আসবে কি?
আসবে তুমি!
সাড়া দেবে না আমার ডাকে?
যদি মনে হয় তুমি ক্লান্ত!
একা! খুব বেশি একা!
তবে সাড়া দিও সখা,
ফিরে এসো,চিরচেনা বাহুডোরে।
দু'হাজারচৌদ্দ