দীর্ঘ রাত্রি শেষে কোন এক সকালে,
বৃষ্টিস্নাত কৃষ্ণচূড়া মাড়িয়ে হেঁটে যেতে যেতে
আমি আবারও হারিয়ে যাবো তোমার না থাকা জুড়ে।
তোমার চলে যাওয়ার তাড়া থেকে,
আরোও কিছুক্ষণ থেকে যাওয়ার বায়না ধরে
হয়তো হারিয়েই যাবো চলে যাওয়া পথের দিকে চেয়ে থেকে।
ফিরে দেখা বারণ, পিছু ডাকাও অলক্ষুণে ভেবে
যে পথ মিশে গেছে শেষ বিন্দুতে সে সীমান্তে তাকিয়ে
আমি হারিয়ে যাবো আবারও তোমাতেই।
তুমি নেই এই গল্পটা
রুপালী পর্দার ট্রাজেডি কোনো সিনেমায় রূপান্তরিত হবে না,
শেক্সপিয়ার এর ট্রাজেডির কল্প থেকে সে সাহিত্যের একাংশ হবে না।
অথচ তোমার থেকে যাওয়ার গল্পটা,
এই যে তুমি আছো এসব থেকে যাবে কবিতায়।
আর এভাবেই তুমি রবে একান্তে,
আর আমি তোমার না থাকার দীর্ঘ রাত্রি জুড়ে।