তুমি কি জানো?
সকালটা আমার খুব ভালো লাগে,
যখন দেখি জানলা দিয়ে রাঙ্গা সূর্যটা উঁকি দিচ্ছে ,
যেন ডেকে বলছে আমায় তোমার ঘুম ভাঙ্গাতে!
হৃদয়-মন তখন তোমার ভাবনায় দোল খাচ্ছে ।
তুমি কি জানো?
সারাটা দিন খুব ভালো যায় তোমায় ভেবে,
কাজের ব্যস্ততা, কিংবা বন্ধুদের আড্ডায়,
ক্লাশের ফাঁকে, কখনও বা মোনাজাতে!
সর্বদায় চলে আসো আমার ভাবনায়।
তুমি কি জানো?
শেষ বিকেলে বিষণ্ণতা নামে মন জুড়ে,
ইচ্ছে করে ছুটে যায় তোমার কাছে!
ধীরে ধীরে সূর্য ডুবে, গোধূলি লগ্ন পেরোয়,
তখনও আমি ভীষণ ভাবে ভাবছি তোমায়!
তুমি কি জানো?
যখন রাত নামে শহর জুড়ে,
ডুবে যায় আমি ঘোর অন্ধকারে
সারাটা দিন জুড়ে ভাবনায় যে তুমি,
তার কতোটা জুড়ে বাস করছি আমি!
উত্তর হীনতায় মিশে যায় আঁধারের সাথে,
জ্যোৎস্না এলে আবার ভাবতে থাকি।
ভীষণ ভাবে ভালবাসি যে তোমায়!
তুমি কি জানো?
শেষ রাতের ভাবনায় তুমি থাকো ,
ঘুমহীন চোখ জোড়া নীরবে চেয়ে থাকে!
অনুভূতিহীন মন টার বোবা চিৎকারে
শক্তিহীন শরীরটা যেন বেওয়ারিশ লাশ কোন।
ভুলে যায় সব কিছু, শুরু হয় নতুন সকাল,
নতুন সূর্যের আলোয় সাজায়, নতুন বরণ ডালা!
দিনে দিনে ভালবাসা বাড়ে আরও বেশি।
তুমি কি জানো?
প্রতি পূর্ণিমায় চিঠি লিখি চাঁদের ডাক বাক্সে,
ভুল করে যদি কখনও মনে পড়ে,
পড়ে নিও, না বলা কথাগুলো শেষ।
ভীষণ ভাবে ভালবাসি তোমায়,শুধু স্মৃতি টুকু অবশেষ !