কৈশোর চেয়ে আছে অদৃশ্য,
আমি ঠিক দেখতে পাই না!
অনুভবে ছুঁয়ে দেয়, জাপটে ধরি আকুতি তে।
যেন ক্ষেতের পাশে গাছ গুলো চেয়ে আছে,
জল নিতে নতুন বধূ পুকুর ঘাটে,
বাচ্ছা হাঁস গুলো আলতা ছুঁয়ে দিতেই লাজে রাঙা!
আমি ভাবছি আর দেখছি...
সরষে ক্ষেতের হলুদ ফুলে
বিকেল ময় হলুদ ছড়ায় হৃদয়ের জমিতে,
আজও শিশির ছোঁয়া তাজা ফুলের গন্ধে
ঘুম গুলো জেগে থাকে।
ধোয়া ওঠা কফির মগ থেকে ধ্বনি প্রতিধ্বনিত হয়
আর একবার ফিরে এসো,
ফিরে দেখ আমি আজও প্রাণবন্ত তুমিতেই আছি
শুধু সময় টা স্রোতের টানে ভেসে গেছে!
২২/১১/১৮
রাজশাহী
একজনের কৈশোর কবিতা তে মন্তব্য