তোমার মাথায় ঝরে পড়ুক কুয়াশা মাখা শিউলি,
একটা কমন গ্রীন ম্যাগপাই তোমার কাঁদে এসে বসুক।
এক জোড়া চাতক বসুক তোমার চোখে,
কপোলেতে ময়ূর নাচুক,
বৃষ্টি দেখার অসুখ আসুক।
দৃষ্টি তখন আঁটকে রেখো আকাশ নীলে,
তুমি কি তখন চমকে যাবে হঠাৎ করে বৃষ্টি এলে?
জানালার কাঁচে বৃষ্টি ফোঁটা আলতো করে ছুয়ে দিও,
টুকটুকে লাল কৃষ্ণচূড়ায় শীতল চোখের চাহনি দিও,
মেঘের কাছে-ফুলের কাছে,
আমার তুমি খবর নিও।
তোমার একটা পত্র পেলে,
দর্শন চর্চা ছেড়ে দিয়ে প্রণয় কাব্যের সাধক হবো।
চোখের স্পর্শের কাছাকাছি ছোট্ট একটা ঘর বানাবো।
শুধু একটা পত্র পেলে,
হাজার খানেক জোৎস্না নিয়ে তোমার সাথে পথ হাড়াবো।
আমায় তুমি একটা রাতের জোৎস্না দেবে কি?