দিন গড়ালো এবার যাবার তাড়া__
সন্ধ্যে হলেই বাড়বে যে আশকারা;
রোদের মতোই মিহি গাছের ছায়া‚
থাকতে গেলেই খুব বেড়ে যায় মায়া!
যাচ্ছি ― এবার যাই?
ভুল বুঝো না আবার অযথাই।
এ ব্যথা,
মনের কথা যার শ্রবণে কিচ্ছে কয়,
গোপনে তার পিছনে ছুটতে কি আর ইচ্ছে হয়?

মনের মাঝে সেই কষ্ট মাখা
কালো মেঘের গুঁড়োয়,
হারিয়েছি আমি,-আমার যা ছিল সব
হারিয়েছি তাড়াহুড়োয়!

পাল তোলা এক নৌকা থাকতো
আর থাকতো চিলতে খানেক নদী,
ঢেউগুলো ও সব আমার ই হতো
শুধু কিনারা থাকতো যদি।
হ্যা__ রাত পেরিয়ে সকাল হলে
শিকল ছেড়ে দেবে অনুভূতি,
ঠোট কামড়ে মনটা বলে_
'ইস! শুরু থেকে শুরু হতো যদি!'
এখনো রোদ্দুর এসে উকি দেয় কার্নিশে;
বৃষ্টি আসবে আসবে করেও আসেনা,
কবিতার পাতাগুলো পড়ে থাকে সেরকম ই!
শুধু কবিতা'রা প্রেমে ভাসে না।
ভাসবে!
যখন সূর্য যাবে বাড়ি;
সাথে আমিও ভাসবো, হাসবো,
দেবো আপন পথে পাড়ি!