মেঘের উপর মেঘ জমেছে
মুখ ডেকেছে অন্ধকারে,
বৃষ্টি তখন ফন্দি আঁটে
চোখের নজর ঝাপসা করে।
বহুযুগ পরে বৃষ্টি-ভোরে
মেঘেদের আনাগোনা নিবিড়-নিঝুম,
নীল পাহাড়ে কৃষ্ণচূড়ার লালে
মুহুর্তদের স্বপ্ন পাড়ায় ঘুম।
চেয়ে দেখো,
রাঙা ছাদ আজ পাখিদের আশ্রয়!
রং পেন্সিল আজ রংধনু আঁকে,
পাতা গুলো আজ ফুলের কথা কয়।
ফোঁটা ফোঁটা জল সাজানো হলুদ টবে
মেঘ বলেছে বৃষ্টি নামবে রাতে।
এক কোটি বছর শেষে বৃষ্টি এসে
আছড়ে পরে অলস বারান্দাতে।

কাঁচের গায়ে বৃষ্টি ফোঁটা জলছবি যায় এঁকে
হালকা হাওয়া দোল দিয়ে যায় গল্পগুলো রেখে।
যেসব কথা ভুলে গেলে ভালো থাকা যায়,
শ্রাবণ তাদের ফিরিয়ে আনে বৃষ্টি মাখা পায়।
মেঘ বলেছে বৃষ্টি নামবে রাতে,
ভালো থাকার শেষ চিঠিটা হাতে।
নষ্ট কাজ, নষ্ট সাজ, নষ্ট সারাটা দিন,
এই শ্রাবণ কি ভীষণ, মায়া-দয়া হীন!