মা কি আমার, সুয়েটার বুনে
দিন গুনে গুনে,
কুরশি কাঁটার উল্টো সাঁতার
গান শুনে শুনে?
শীতের আগে সূর্য টাকে
আটকে ফেলা উলে
ভয় হয় মা’র উনো বর্ষায়
দুনো শীতটা এলে!
সোনা আমার শীত লাগে তোর?
আমার কোলে আয়,
মাগো আমার শেকল পায়ে
যোজন দূরে ঠায়।
সেই আমিটা বরফ কাঁটা
তুষার ঝড়ে ডুবি
স্বপ্ন দেখি তোমার কোলে
উষ্ণ হব খুবি।
মা কি আমার, হাতপাখাটা
নতুন করে বাঁধে,
দীঘির জলে বরশি ফেলে
আমার জন্য কাঁধে?
যাওয়া আসায় থমকে দাঁড়ায়
মনের ভুলে আমায় দেখে,
ভয় হয় মা'র সর্দি জ্বরে
এত দূরে আমায় রেখে।
সোনা আমার কেমন আছিস?
মা'র কথা কি মনে পড়ে?
মাগো আমার চোখের ধারায়-রাত্রি হারায়,
বালিশখানা জড়িয়ে ধরে।
সেই আমিটা তোমায় ভুলি
ভাবলে তুমি কেমন করে?