এক কোটি একচল্লিশ বার চোখের প্রেমে পড়েছি!
অবাক চোখে দেখছি শুধু সেই চোখ।
আর কিছু দেখার ছিলোনা অধিকার,
আমিও করিনি অভিযোগ।
চোখের মোহেই মুগ্ধ হয়েছি,
স্পর্শের তাই খুজিনি সুযোগ।
যখন সে তুলেছে আমার দিকে-
নিশিতের রং মাখা সে চোখ।
গোধূলির তীক্ষ্ণ সূর্য রশ্মি যেমন প্রতিফলিত হয় জলে,
তেমনি তীক্ষ্ণতায় বুদবুদ করেছে এ বুক।
তারপর ছুটেছি আমি দিক ভুলে, দিশেহারা হয়ে-
যেদিকে দেখেছে এ দু-চোখ।
বনের পর বন শত বাধা, কাঁদা জলের নদী পেরিয়ে।
সমস্ত শোক ভুলে শত সুখের নোঙরে পাল তুলে,
আর পিছে তাকায়নি।
শুধু খুঁজেছি তোমারে- পায়নি!
তবু আমার নেশাতুর চোখ
তোমাকেই খোঁজে _
কি যে কঠিন একটা অসুখ!