হে চির পরিচিতা!
তুমি প্রতিদিন এসো,
মনের দুয়ারে কড়া নেড়ে বল– শাশ্বত প্রেমে!
তোমার নামে রোজ ভোরে ভালোবাসা নামে!
তুমি এসো রিক্ত হাতে।
কাজলস্ফীত নয়নে বিরাট আকাশ নিয়ে
তুমি এসে আলো দিও– প্রেমময় প্রভাতে!
সচ্ছ সরল রোদ্দুর ঢেকে দিও, তোমার আঁচলে।
ভ্রমর-গুঞ্জনে, সুখ নিয়ে তুমি এসো দলেবলে।
চির পরিচিতা!
তুমি প্রতিদিন এসো,
তৃষ্ণার্ত দ্বিপ্রহরে শুভ্র-সফেদ মেঘ হয়ে–ক্লান্তির শহরে!
তুমি সেজেগুজে এসে বসো, আমার আঁখির’পরে!
তুমি এসো অভিমানী পায়ে।
পদচিহ্ন এঁকে এঁকে আমার হৃদয়-বিতানে
তুমি এসো ভালোবেসে– ভালোবাসা ছড়িয়ে!
লজ্জায় পুড়িয়ে নিষ্পাপ চাহনি দিও,তোমার নয়নে
পরিচিতা,তোমার গন্ধসুধা ঢালো নব নব রুপায়নে!
চির পরিচিতা!
তুমি প্রতিদিন এসো,
জ্যোতির অলংকার পরে দ্যুতি ছড়িয়ে– আরক্ত সন্ধ্যায়!
শান্ত করো,শান্ত করো এই ক্ষান্ত হৃদয়, হৃদয় ছোঁয়ায়!
তুমি এসো সুহাসিনী সুরে।
আবিররাঙা সাঁঝে আরো আরো গান দিও প্রাণে,
সারাটিক্ষণ সারাটি সন্ধ্যা জুড়ে!
প্রেমময় চাহনি প্রেমের পশরা সাজিয়ে তোমার অবয়বে।
বিচিত্রবর্ণা, তুমি আসবে বল- হৃদয়পানে নীরবে!
চির পরিচিতা,
তুমি প্রতিক্ষণে এসো,
উষ্ণ প্রেমতাপে জড়িয়ে নিও আমায়–জোৎস্নার অনুরাগে!
শিরা-উপশিরা পুলকিত হয়, অব্যক্ত অনুভূতি জাগে!
তুমি এসো নন্দিত রুপে।
অদৃশ্য শিল্পীর বেহিসেবি তুলির টানে
এ রুপ যেন রুপায়িত জলছাপে!
স্বপনে-জাগড়নে-প্রতিক্ষণে-প্রতিখানে, গানে ঘ্রাণে
তুমি মিশে আছো, মিশে আছো মোর প্রাণে!