বলতে পারো বুকের ভেতর কষ্ট কেন?
দু চোখ জুড়ে,
আকাশ ভেঙে অঝোর ধারায় বৃষ্টি ঝরে?
ছাপিয়ে দুকূল নদী হলো সাগর যেন।
হঠাৎ ঝড়ে,
বিপুল ঢেউ দিগ্বিদিকে আছড়ে পড়ে?

বুকের ভেতর জমাট বাধা কষ্টগুলো
বজ্র হয়ে গর্জে ওঠে ক্ষণে ক্ষণে,
নিকষ কালোয় চমকে ওঠে ক্ষণিক আলো,
প্রলয়কারী ঘূর্ণিঝড় আঘাত হানে।
ছাপিয়ে দুচোখ কপোল হলো সাগর যেন।
বলতে পারো বুকের ভেতর কষ্ট কেন?

স্পষ্ট কেন কষ্ট নামের জীবনেতে জন্মদাগ?
নষ্ট কেন পুষ্ট হওয়া কপালেতে সুখের ভাগ?

এই নগরীতে একলা আদিম রাজা আমি
পাই না কারো সঙ্গ তাই–
বুকের ভিতর ঝড়ের তালে
উদাম-দিগম্বর নাচ দেখাই।
যেন উন্মাদ আমি, উন্মাদ আরো উন্মাদ হতে চাই।
একটা জীবন ভারী হয়ে চেপে বসেছে আরো,
বুকের ভিতর কষ্ট কেন বলতে কি কেউ পারো?