শিশির ভেঁজা পায়ে সকাল নামে
রোদ্দুর পেরোয় সমুদ্দুর।
কত পথ বাকি আছে?
আরও যেতে হবে কত দূর?
কত পথ এলাম ভেসে ভাঙা নৌকায়?
অনেক আগেই ছিঁড়ে গিয়েছে পাল।
কয়েকবার চেষ্টা করেছি জোড়ার,
শেষমেশ ছেড়ে দিয়েছি হাল!
এইভাবে আর কত পথ ভাসা যায়?

গোড়ালি অবধি ডুবে গিয়েছি জলে।
কাটা দিয়ে উঠে গায়ে,
তবে কেন বাতাস ভারী,
মুঠোয় মুঠোয় নিঃস্বাস নিচ্ছি চিবিয়ে?
মনে হচ্ছে যেন তলিয়ে গেছি সাগর অতলে।

বেশি দেরি নেই, সন্ধ্যে অবধি আছি।
এখন অন্ধকারে ভিষণ ভয় পায়।
তবে আমি বদলায়নি কখনো,
তোমাদের কথা মনে পরলে চোখের জল আঁটকায়।
আমায় আর খুঁজো না কখনো ধূসর কালো মেঘের আড়ালে।
দাঁড়িয়ো না এসে ফুল হাতে বন্দরে,
আমি আর ফিরবো না। ডুবে গিয়েছি,  
হারিয়ে গিয়েছি শতকোটি আলোকবর্ষ দূরে।
যদি পার মনে রেখো, মনের অন্তরালে!